আসমত উল্লাহ, বড়াইগ্রাম প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে জাহিদুল ইসলাম রনি (১৯) নামে এক ভূয়া এনএসআই সদস্য আটক হয়েছে। সোমবার বিকালে জেলা এনএসআই সদস্যদের সহযোগিতায় উপজেলার দিয়াড়গাড়ফা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। আটক রনি দিয়াড়গাড়ফা গ্রামের ফারুক হোসেনের ছেলে।
জানা যায়, জাহিদুল ইসলাম রনি কিছুদিন যাবৎ নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সাথে প্রতারণা করে আসছিল। গোপন সুত্রে খবর পেয়ে সোমবার বিকালে এনএসআইয়ের নাটোর
টিমের সদস্যরা নিজ বাড়ি থেকে তাকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত এনএসআই লেখা জ্যাকেট ও একটি ভূয়া পরিচয় পত্রসহ দুটি মোবাইল, চারটি সিম, একটি এটিএম কার্ড ও পাওয়ার ব্যাংক জব্দ করে পুলিশ।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।