রাঙ্গাবালী প্রতিনিধি :
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ২০ গ্রাম গাজা সহ এক কিশোরকে হাতেনাতে আটক করেছে চরমোন্তাজ ফাড়ি পুলিশ। আটককৃত ওই কিশোর চরমোন্তাজ আব্দুল ছাত্তার স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।
আটককৃত ওই শিক্ষার্থী হলেন চরমোন্তাজ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে হিন্দুগ্রামের বাসিন্দা বিশ্ব মজুমদারের ছেলে শিমুল মজুমদার (১৭)। রবিবার রাত ৮টায় দক্ষিণ চরমোন্তাজ এলাকা হতে তাকে আটক করা হয়।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাতাব হোসেন বলেন, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ গ্রাম অবৈধ গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। শিমুল চরমোন্তাজ আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজে ১০ শ্রেণীতে অধ্যায়নরত শিক্ষার্থী। তার বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।