মোঃরবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বসতঘরের টয়লেটের টাংকির ভিতর থেকে সাহেদা আক্তার নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাহেদা আক্তার উপজেলার ঘোলপাশা ইউনিয়নের পূর্ব ধনুসাড়া গ্রামের মাওলানা আব্দুল মমিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (০৩ই জানুয়ারী) ভোরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া পূর্বপাড়ায় নিহতের বসতঘরের পাশ্ববর্তী টয়লেটে লাশটি পাওয়া যায়।
নিহতের স্বামী মাওলানা আব্দুল মমিন জানান, আমি স্থানীয় একটি মসজিদে ইমামতি করি। প্রতিদিনের ন্যায় আজও আমি ভোরে ইমামতির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যাই। আমার বাড়িতে আমরা ২জনই বসবাস করি।
আমি মসজিদে নামাজ শেষ করে সকাল আনুমানিক ৭টায় বাড়িতে এসে আমার স্ত্রীকে খোঁজ করি। ঘরে এবং বাড়ির আশেপাশে কোথাও না দেখে ঘরের পাশ্ববর্তী টয়লেটের বাইরে পায়ের জুতা এবং তার পড়নের কাপড় দেখি। পরে পুলিশ এসে টয়লেট থেকে লাশ উদ্ধার করে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন জানান, ঘটনাটি জানার পরই পুলিশ ঘটনাস্থল থেকে নিহেতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যা নাকি অন্য কিছু তা জানা যাবে।