সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী হাটখোলা এলাকায় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের জীবনহানি ঘটেছে। শনিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
আত্মীয়-স্বজনের কাছে জানা গেছে, মৃত ইদ্রিস আলী (১৩) মধ্য গড্ডিমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে। সে গড্ডিমারী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রতিদিনের মতো বাড়ির বিদ্যুৎ লাইন থেকে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন ইদ্রিস। দুর্ভাগ্যবশত তার প্রাণ রক্ষা করা যায়নি। স্থানীয়রা তাকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে একজন সহকারী উপ পরিদর্শক (এসআই) ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়াও, তিনি বলেন, এই ধরনের দুর্ঘটনা রোধে স্থানীয়দের সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
এই দুর্ঘটনা অনেকের মনে শোক ও দুঃখের ঢেউ তুলেছে। স্থানীয় জনগণ বিদ্যুৎ ব্যবহারের নিরাপদ পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।