জাবের হোসেন, ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি প্রেসক্লাবের নতুন কমিটিকে সংবর্ধনা দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
শনিবার (০১ ফেব্রুয়ারী) দুপুরে ফটিকছড়ি সরকারি ডিগ্রী কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যাপক আহসান উল্লাহ ভূইয়া, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ নুরুল আমিন, উপজেলা জামায়াতের আমির মাস্টার নাজিমুদ্দিন ইমু, সাবেক আমির নাজিম উদ্দিন সিকদার ও এড. ইসমাইল গণি।
এতে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী। নতুন সভাপতি হিসেবে সৈয়দ মোহাম্মদ মাসুদ, সিনিয়র সহ-সভাপতি এসএম মোরশেদ মুন্না, সহ-সভাপতি মো. এমরান হোসেন ফরহাদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু
এখলাছ ঝিনুক, যুগ্ম-সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন, সহ-সম্পাদক মো. সাইফুর রহমান সোহান, কোষাধ্যক্ষ আলমগীর নিশান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, সাংস্কৃতিক সম্পাদক সজল চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামরুল হোসেন,
পাঠাগার সম্পাদক মো. নাজিম উদ্দীন শাহনেওয়াজ, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ কামাল উদ্দীন চৌধুরী, জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ, মুহাম্মদ দৌলত শওকত, স্থায়ী সদস্য এম জুনায়েদ, অস্থায়ী সদস্য ফজলুল করিম ও আবদুল কাদের।