ইন্দুরকানী, প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ইন্দুরকানী সপ্তগ্রাম সম্মিলনী আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মো. শাহিদুল ইসলাম।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক প্রজ্ঞাপনে তাকে এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১:৩০টায় বিদ্যালয়ের হলরুমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক অসীম কুমার মজুমদারের নেতৃত্বে শিক্ষক ও এলাকাবাসীর পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, পিরোজপুর জেলার সাবেক শিক্ষা অফিসার আব্দুল মান্নান হাওলাদার, এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন গাজী, বিদ্যালয়ের অভিভাবক সদস্য হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আল আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানা, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম ও জাসাসের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে মো. শাহিদুল ইসলাম বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের পরামর্শ নিয়ে বিদ্যালয়কে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।