নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনা-কেন্দুয়া আঞ্চলিক মহা সড়কের পাশ থেকে ইমরান ফারাস (৩৬) নামের এক চা দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মদনপুর গ্রামের পুরাতন ইটাখলা সঞ্জু মিয়ার ফিশারির কাছ থেকে লাশটি উদ্ধার করে মডেল থানার পুলিশ।
ইমরান ফারাস উপজেলার মদনপুর ইউনিয়নের পশ্চিম মদনপুর গ্রামের জিন্নাতুল ফারাসের ছেলে। তিনি মদনপুর মাজারের সামনে চা দোকানের ব্যবসা করতেন ।
সদর মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, রোববার সকালে স্থানীয় পথচারীরা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্থ হয়ে অপর পাশে পড়ে থাকতে দেখতে পায়। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল পাঠিয়েছি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কোন সড়ক দুর্ঘটনা। যেহেতু নেত্রকোনা-কেন্দুয়া সড়কের পাশে পড়েছিল এবং মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্থ হয়ে দূরে পড়েছিল।
ওসি আরও বলেন, সকালে বা ভোরে কুয়াশায় দেখা না যাওয়ায় হয়তো কোন গাড়ি ধাক্কা দিয়ে পালিয়েছে। আমরা সবগুলো খতিয়ে দেখছি।
যেহেতু প্রত্যক্ষদর্শী নেই তাই ময়নাতদন্তের পর বলা যাবে মৃত্যুর কারণ।