লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি ১ ফেব্রুয়ারি থেকে বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। আমদানি মূল্য বৃদ্ধি এবং ব্যবসায়িক ক্ষতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুড়িমারী আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি জানিয়েছেন, ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথরের দাম অতিরিক্ত হওয়ায় ব্যবসায়ীরা বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছিল।
গত মাসে আমদানি মূল্য কমানোর জন্য ভারত ও ভুটানের রপ্তানিকারকদের চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু তাদের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।
বুড়িমারী স্থলবন্দর থেকে পাথরের আমদানির জন্য নির্ধারিত মূল্য প্রতি মেট্রিক টন ১৫-১৪ ডলার (ভুটান) এবং ১০ ডলার (ভারত) করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে চাহিদা না মেলায় ১ ফেব্রুয়ারি থেকে পাথর আমদানি সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
বুড়িমারী সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন জানিয়েছেন, ব্যবসায়ীরা নতুন দাম নির্ধারণ করেছে। যদি নির্ধারিত দামে পাথর সরবরাহ না করা হয়, তবে আমদানি বন্ধ থাকবে।