নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে ভ্যানে করে বাসস্ট্যান্ডে সবজি বিক্রির সময় ট্রাক চাপায় মমতাজ মিয়া (৫৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি)সন্ধ্যা ৭ টায় ঢাকা – সিলেট মহাসড়কের উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে এই দূর্ঘটনা ঘটে।
নিহত মমতাজ আহমেদ রায়পুরা উপজেলার লোচনপুর এলাকার আব্দুল আজিজের ছেলে। সারা বছরই মমতাজ জমি থেকে সবজি কিনে ভ্যানে করে বিভিন্ন বাজার ও বাসস্ট্যান্ডে বিক্রি করেন। এতেই চলে তার সংসার। কিন্ত আজ কাল হয়ে দাড়ালো ঘাতক ট্রাক।
স্থানীয়রা জানায়, মমতাজ আহমেদ ভ্যানে করে তার জমিতে উৎপাদিত সবজি বিক্রির উদ্দেশ্যে বারৈচা বাসস্ট্যান্ডে আসেন। সন্ধ্যায় মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এসময় ঘাড় থেকে মাথা পর্যন্ত থেতলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল হক বলেন, ট্রাকের চাপায় পিস্ট হয়ে একজন মারা গিয়েছে। আমরা মরদেহের সুরতাল করতেছি। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।