নাটোরের সিংড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জানা যায়, শনিবার (১ জানুয়ারী) ভোর ছয়টার দিকে মোঃ ওসমান গনি সে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্য তার নিজ বাড়ির পাশে মসজিদের দিকে রওয়ানা দেয়। মসজিদ এর সিড়িঁতে উঠতেই তার পিছন থেকে কে বা কাহারা গুলি করলে তার কোমরের পিছনে বাম পাশে গুলি লেগে রক্তাক্ত জখম হয়।
আহত ওসমান গনি উপজেলার চৌগ্রাম পারুহার পাড়া গ্রামের মৃত আব্দুল প্রামাণিকের ছেলে।
এই ঘটনার খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সিংড়া ক্যাম্পের (১১ এসপি রেজিমেন্ট) হতে একটি সেনা টহলদল ঘটনাস্থল পরিদর্শন করেন ও ব্যাপক তল্লাশীর পরে শনিবার পৌনে তিনটার দিকে ঘটনাস্থল হতে ৪০০ মিটার দূরে একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ১ টি চাইনিজ পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে।
সন্ত্রাসীদের আটক করতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন যৌথ বাহিনী।