মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি’র নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি’র শপথ গ্রহণ অনুষ্টিত হয়েছে।
আজ (১লা ফ্রেবুয়ারী) বিকেল সাড়ে ৩ টার দিকে দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমিতির হলরুমে দীঘিনালা উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরতন চাকমার সভাপতিত্বে এ শপথ গ্রহণ হয়েছে।
শপথ গ্রহণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এমএন আবছার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি‘র উপদেষ্টা মোঃ মাসুদ রানা, খাগড়াছড়ি জেলা বিএনপি‘র যুগ্ম-সম্পাদক অনিমেষ চাকমা(রিকু), জেলা বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক বেদারুল ইসলাম ও খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শায়েখ সুমন।
এদিকে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি‘কে শপথ পাঠ করান খাগড়াছড়ি জেলা সমবায় কর্মকর্তা মিল্টন ত্রিপুরা।
এর আগে কমিটির পক্ষ থেকে আগত অতিথিসহ সাংবাদিক, গোয়েন্দা সংস্থা প্রতিনিধি ও সমিতির সকল সদস্যদকে ফুল দিয়ে বরণ করা হয়।
এদিকে এই সমিতির সাফল্য কামনা করে স্বাগত বক্তব্য রাখে, দীঘিনালা উপজেলা বিএনপি‘র সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাবেক কাঠ দীঘিনালা কাঠ সমিতির এডহক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপি‘র সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদীন। নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মিঠু চৌধুরী প্রমুখ্য।
এসময় দীঘিনালা কাঠ সমিতি‘র নবনির্বাচিত সভাপতি মোঃ শরিফুল ইসলাম তার স্বাগত বক্তব্যে জানান, আওয়ামী সরকার পতনের পর কাঠ ব্যবসা পরিচালনার জন্য একটি সমিতির লোকজন কাউকে পাওয়া যায়নি। আমরা কমিটির সদস্য‘রা মিলে একটি এডহক কমিটি গঠন করি। এডহক কমিটির তিন মাস পরে নির্বাচন দিয়ে আমরা কমিটি গঠন করি। বর্তমানে ৪৪ লাখ টাকা দেওয়া রয়েছে এই সমিতি। আমরা কমিটির দায়িত্ব সঠিকভাবে পালন করে যেতে চাই সকলের সহযোগীতা নিয়ে।