কুমিল্লা প্রতিনিধি:
ওয়াহেদপুরকে আদর্শ গ্রাম গড়তে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে “টিম ওয়াহেদপুর” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামকে আদর্শ গ্রাম করতে তারা কাজ শুরু করেছে।
ওয়াহেদপুর ইফতেখার আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইফতেখার আহমেদ মাসুদের নেতৃত্বে “টিম ওয়াহেদপুর” এর যুবকরা কাজ করছে।
শনিবার (০১ ফেব্রুয়ারী ২০২৫ খ্রিঃ) সকালে আলোচনা সভা, র্যালি ও বৃক্ষরোপন কর্মসূচীর মধ্যদিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করে এর কার্য্যক্রমের শুভ উদ্ভোধণ করা হয়েছে।
ইফতেখার আহমেদ ফাউন্ডেশনের সভাপতি মোঃ ইফতেখার আহমেদ মাসুদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪ নং সুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার (মুকুল) ভূইয়া, দেবীদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ও গবেষক এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক আমাদের দেবিদ্বার পত্রিকার সম্পাদক সাংবাদিক ও সংগঠন এটিএম সাইফুল ইসলাম মাসুম,সাংবাদিক শাহীন আলম।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বশিরুল আলম ভূইয়া, সাবেক পুলিশের এসআই মোঃ শাহ আলম সরকার,৪ নং সুবিল ইউনিয়ন পরিষদের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব কাজী মোঃ নূরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রবিউল্লাহ মুন্সি,নাকিব আহমেদ,হাজী শাহ আলম,বিশিষ্ট সমাজসেবক ফারুক মোল্লা,ডাঃ মোঃ মামুনুর রশীদ, কাজী খোরশেদ আলম,ডাঃমোঃ হারুন অর রশিদ,টিম ওয়াহেদপুর এর সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
গ্রামের বাসিন্দা চিকিৎসা প্রযুক্তিবিদ ও শিক্ষক মোঃ আবদুল আউয়াল সরকার বলেন, আশা করি পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রেখে সবাই মিলেমিশে গ্রামে সুশিক্ষা, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি আধুনিক ওয়াহেদপুর গঠনই এই সংগঠনের মূল লক্ষ্য।দোয়া ও অফুরন্ত ভালবাসা জানাই ইফতেখার আহমেদ মাসুদকে, যিনি গ্রামকে ভালোবেসে এতো সুন্দর একটি পরিকল্পনা হাতে নিয়েছেন।
সংগঠনের সভাপতি বলেন, এই গ্রামের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করবে টিম ওয়াহেদপুর। দারিদ্রমুক্ত করার পাশাপাশি শতভাগ শিক্ষিতের হারও নিশ্চিতে কাজ করা হবে। বিনা চিকিৎসায় আর অনাহারে থাকবে না গ্রামের কোনো মানুষ। বাংলাদেশের মানচিত্রে এই গ্রামকে একটি মডেল গ্রাম হিসাবে পরিচিত করব ইনশাআল্লাহ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন
ভাষ্যকার রাশেদুল আল আমিন সরকার।