এম এম জসিম উদ্দিন, ভেদরগঞ্জ উপজেলা
শরীয়তপুর জেলার ডিএম খালি ইউনিয়নের সরদার কান্দি নিবাসী শাহ আলম সরদারের ছেলে জাফর সরদার(৩৫) তার শ্যালক স্বপন মিয়ার পাঠার আঘাতে খুন হয়।
গত আট বছর আগে আলাওল পুর ইউনিয়নের মোখলেস প্রামাণিকের মেয়ে ফাতেমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় জাফর সরদার।
এর মধ্যে কোনোদিনই কলহ সৃষ্টি হয়নি।
গতকাল ৩১ শে জানুয়ারি রোজ শুক্রবার সন্ধায় খুনি স্বপন মিয়া তার বোনের সাথে দুলাভাইয়ের বাড়ীতে আসে।
এবং আনুমানিক রাত ৪ টায় পাঠা দিয়ে দুলাভাই জাফরের মাথায় আঘাত করে খুন করে।
শব্দ পেয়ে পাশের রুম থেকে তার ভাবি এসে কিছু বুঝে উঠার আগেই খুনি পালিয়ে যায়।
এবং খাট রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে লোকজন জড়ো করে।
স্থানীয় লোকজন এসে দৌড়ে খুনি স্বপন কে তার গ্রাম থেকে ধরে সখিপুর থানায় অবগত করে। পুলিশ আসামি কে আটক করে থানায় নিয়ে যায়।
এই বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে স্পটে আসি এবং আসামি কে আটক করি, এবং স্পট থেকে খুন হওয়া অস্ত্র( পাঠা) টি উদ্ধার করি এবং লাশটি থানায় হস্তান্তর করি।
তিনি আরো জানান, এই বিষয়ে এখন পর্যন্ত মামলা দায়ের করেনি।
স্থানীয় লোকজন জানান, এর আগেই খুনি স্বপন তার ছেলেকে গলা টিপে হত্যার চেষ্টা করে।