শিক্ষা সফরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকার শিক্ষার্থীদের পরিবহন করা একটি বাস পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় স্বীকার হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির বার্ষিক শিক্ষা সফরের উদ্দেশ্যে ব্যবসা প্রশাসন (বিবিএ) বিভাগের শিক্ষার্থী নিয়ে একটি শিক্ষা সফরের আয়োজন করা হয়। ঐদিন গত রাত ১১ টায় বান্দরবানের উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গন থেকে বাসটি ছেড়ে যায়। পথিমধ্যে পটিয়া, বেলাপাড়া অঞ্চলে চালক একটি সিএনজির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি রাস্তার পাশে গাছের সাথে সজোরে আঘাত করে। এতে বাসটির সামনের অংশ ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এখন পর্যন্ত তথ্য অনুযায়ী জানা যায়— বাসটির চালক সহ বেশ কিছু শিক্ষার্থী মারাত্মক ভাবে আহত হয়েছে এই দূর্ঘটনার। এরমধ্যে বাসের চালক ও ২ জন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কা জনক। পরে ফায়ার সার্ভিসের সাহায়তায় আহত শিক্ষার্থীদের দূর্ঘটনার স্থান থেকে নিকটস্থ একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
একজন শিক্ষার্থী জানায়, ভোর তখন আনুমানিক ৫:৫০ মিনিট ।
বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা শিক্ষা সফরের বাসটি গাড়ি নং-(ঢাকা মেট্রো ব-১৫-৯৮৮১) পটিয়া ভেল্লাপারা চট্রগ্রাম মহাসড়ক এলাকায় এক্সিডেন্ট করছে। দূর্ঘটনায় অনেক শিক্ষার্থীরা আহত হয়েছে। ড্রাইভার মারাত্মক ভাবে চাপা পরেছিলো বাসের সামনে তার সিটে। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা অনেক চেষ্টার পর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়টির ব্যবস্যা প্রশাসন (বিবিএ) বিভাগের চেয়ারম্যানের ছেলেও এতে মারাত্মক আহত হয়েছে। সকল শিক্ষার্থীদের জন্য ডিপার্টমেন্ট চেয়ারম্যান সকলের দুআর আবেদন করেছেন।
প্রতিবেদক: মো: মেহেদী হাসান শাওন