কে, এইচ, এম, নূরুল আলম কামাল ,নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোনা প্রতিনিধি : গরু চুরি করে পালানোর সময় নেত্রকোনার আটপাড়া থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় দু’টি ষাঁড় গরুসহ একটি পিকআপ জব্দ করা হয়। শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে জেলার আটপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে গরুর মালিক মাসুম মিয়ার দায়ের করা মামলায় দুপুরে তাদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়।
আটককৃতরা হলেন- মোহনগঞ্জ উপজেলার বড় পাইকুরা গ্রামের মো. আবুল কাসেম (৬০), কাজিহাটি গ্রামের মো. আক্কাছ মিয়া (৩৬) ও বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামের মো. রফিক (২৭)।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জেলার মোহনগঞ্জ উপজেলার ধনপুর গ্রামের কৃষক মাসুম মিয়ার দু’টি ষাঁড় বৃহস্পতিবার রাতে চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে গ্রেপ্তারের অভিযান শুরু করে পুলিশ। পরে শুক্রবার ভোরে আটপাড়া এলাকা থেকে দুইটি ষাঁড় উদ্ধার করা হয়। এসময় তিন জনকে গ্রেপ্তার ও পিকআপটি জব্দ করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়।