বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত

নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত কাল ৩০ (জানুয়ারি) রোজ বৃহস্পতিবার, ভোট গ্রহণের মাধ্যমে ২০২৫ এর আইনজীবী সমিতি নির্বাচন শেষ হয়েছে। এতে জাতীয়তাবাদী আইনজীবী ও ইসলামী ঐক্য নীল প্যানেল ১৫টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক ও ট্রেজারার এবং ৩টি মেম্বার পদ সহ মোট ১০টি পদে জয়লাভ করেছেন।   অপরদিকে সাদা প্যানেল ৪টি পদে জয়লাভ […]

নিউজ ডেস্ক

৩১ জানুয়ারী ২০২৫, ২৩:০১

নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত কাল ৩০ (জানুয়ারি) রোজ বৃহস্পতিবার, ভোট গ্রহণের মাধ্যমে ২০২৫ এর আইনজীবী সমিতি নির্বাচন শেষ হয়েছে। এতে জাতীয়তাবাদী আইনজীবী ও ইসলামী ঐক্য নীল প্যানেল ১৫টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক ও ট্রেজারার এবং ৩টি মেম্বার পদ সহ মোট ১০টি পদে জয়লাভ করেছেন। 

 অপরদিকে সাদা প্যানেল ৪টি পদে জয়লাভ করেন। ১টি পদের ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে। আগামী ০১ ফেব্রুয়ার ২০২৫ ইং রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় ঐ পদের ভোট পূণ গণনা হবে।

নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৫ এর ফলাফল ঘোষণা করা হয়  

সভাপতি, ১। তাজুল ইসলাম – ৩৩২- নির্বাচিত, জামায়াত, ২। আব্দুল গোফরান ভূঁইয়া – ২৩৫  

সিনিয়র সহ-সভাপতি 

১। আলী হোসেন – ২৮৫- নির্বাচিত, বিএনপি 

২। সহিদ হোসেন – ২৭৫

সহ-সভাপতি 

১। মোঃ আলী – ৩১৬- নির্বাচিত, বিএনপি

২। জহিরুল হক- ২৫০

সাধারণ সম্পাদক 

১। আমীর হোসাইন বুলবুল – ৩২২- নির্বাচিত,বিএনপি 

২। মোশাররফ হোসেন মাসুদ – ২৫৪

যুগ্ম-সাধারণ সম্পাদক 

১। আবদুস সহিদ দিদার – ২৭৫

২। আবু সাঈদ মোঃ নোমান- ২৯৫- নির্বাচিত,আওয়ামী লীগ

সহ-সাধারাণ সম্পাদক 

১। আবদুর রহমান মঞ্জু – ৩৩৩- নির্বাচিত,বিএনপি 

২। নজরুল ইসলাম – ২৩০

ট্রেজারার

১। জাহেদ হোসেন দিদার- ২৫০

২। রফিক উল্যাহ- ৩২৩ – নির্বাচিত,বিএনপি 

লাইব্রেরী ও প্রকাশনা সম্পাদক 

১। আলা উদ্দিন কাদের আলো- ২৮৯- নির্বাচিত,আওয়ামী লাগ

২। রোকসানা জান্নাত – ২৭৯

আপ্যায়ন ও সমাজকল্যাণ সম্পাদক 

১। খলিলুর রহমান- ২২১(ফলাফল ঘোষণা স্থগিত)

২। মোহাম্মদ মির্জা- ১১৭

৩। নুর হোসেন সবুজ- ২২১( ফলাফল ঘোষণা স্থগিত) 

ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক 

১। আবদুল আলী- ২৮৬- নির্বাচিত,জামায়াত 

২। মোকাম্মেল হোসেন আজম- ২৭৭

সদস্য 

১। ১ম- আবুল কালাম আজাদ – ৩৩৬- নির্বাচিত,বিএনপি 

২। ২য়- নোমান ছিদ্দিক – ৩০৩- নির্বাচিত,জামায়াত 

৩। ৩য়- আনোয়ার হোসেন – ২৯২- নির্বাচিত,আওয়ামী লীগ

৪। ৪র্থ- মারুফ হোসেন ইথু- ২৮৫- নির্বাচিত,আওয়ামী লীগ

৫। ৫ম- জিয়াউল হক – ২৮৪- নির্বাচিত,জামায়াত। 

৬। আবদুল আলী আব্দুল্লাহ – ২৬৭

৭। আলাউদ্দিন বাশার- ২৬৩

৮। আবদুর রহমান ফারুক- ২৫৩

৯। দেলোয়ার হোসেন রিয়াজ – ২৪৯

১০। সিরাতুন নবী আকরাম- ২৩৬

সারাদেশ

সেই ৩ ডাকাতের মিলেছে পরিচয়

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে আটক তিন ডাকাতের পরিচয় মিলেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আত্মসমর্ণ করা ডাকাতরা হলেন- শারাফাত, শিফাত ও নিরব। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান এতথ্য নিশ্চিত করেছেন। রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা ভবনের নিচতলার বরিশাল ফার্মেসি মালিক ও প্রত্যক্ষদর্শী […]

নিউজ ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৪

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে আটক তিন ডাকাতের পরিচয় মিলেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আত্মসমর্ণ করা ডাকাতরা হলেন- শারাফাত, শিফাত ও নিরব।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান এতথ্য নিশ্চিত করেছেন।

রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা ভবনের নিচতলার বরিশাল ফার্মেসি মালিক ও প্রত্যক্ষদর্শী মনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের চিল্লাচিল্লি শুনে এগিয়ে এসে দেখি ব্যাংকে ডাকাত ঢুকেছে। এসময় ব্যাংকের গেট ও জানালা বন্ধ করে দেওয়া হয়।

তিনি জানান, আটক তিন ডাকাতের বয়স ১৮ থেকে ২০ হবে। জানালা দিয়ে সবাইকে বন্দুক উঁচিয়ে হুমকি দেয়। সবার মুখে মাস্ক ছিলো। হাতে অস্ত্র ছিলো।

এর আগে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির খবর জানানো হলে স্থানীয় কয়েকশ লোক ব্যাংকের ওই শাখা ঘিরে ফেলেন ও বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। পরে পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকটি ঘেরাও করে রাখে।

জানা গেছে, ব্যাংকে ডাকাত দলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতা সেখানে ভিড় করে। এ সময় নিরাপত্তার স্বার্থে ব্যাংক–সংলগ্ন মূল সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ডাকাত দলকে আত্মসমর্পণের জন্য পাশের মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় সন্ধ্যার দিকে আত্মসমর্পণ করে তারা।

 

সারাদেশ

নাটোরে ট্রেনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন

মনিরুল ইসলাম ডাবলু, (নাটোর প্রতিনিধি): নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেল স্টেশনে যাত্রাবিরতি অবস্থায় আকস্মিকভাবে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি দুই বগির মাঝখানে হুকটি ভেঙ যায়। এতে বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। নতুন হুক লাগিয়ে ও সংযোগ স্থাপনের পর এক ঘন্ট বিলম্বে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২ […]

নিউজ ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৩

মনিরুল ইসলাম ডাবলু, (নাটোর প্রতিনিধি):
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেল স্টেশনে যাত্রাবিরতি অবস্থায় আকস্মিকভাবে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি দুই বগির মাঝখানে হুকটি ভেঙ যায়। এতে বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
নতুন হুক লাগিয়ে ও সংযোগ স্থাপনের পর এক ঘন্ট বিলম্বে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২ টা ১০ মিনিটে মাধনগর রেলওয়ে স্টেশনের ৩ নং লাইনে এ ঘটনা ঘটে।
অপর লাইনগুলো সচল থাকায় অন্যান্য ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি।
মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ উজ্জ্বল আলী এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর ১২ টা ১০ মিনিটে ঢাকাগামী কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশনের ৩ নং লাইনে প্রবেশ করে।
স্টেশন বিরতি শেষে ছেড়ে যাওয়ার সময় ট্রেনের (ঝ) বগি ও (ঞ) বগির মাঝখানের সংযোগ হুক ভেঙে বগি দুটি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মেরামত শেষে দুপুর সোয়া ১ টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যান্য

ডিসেম্বরে চাকরিজীবীরা পাচ্ছেন টানা ৪ দিন ছুটি

ডিসেম্বর মাসে টানা ছুটি পেতে যাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিলিয়ে টানা ছুটি পেতে পারেন তারা। ২০২৪ সালের ডিসেম্বরে সাধারণ ছুটির মধ্যে রয়েছে বিজয় দিবস ও বড়দিনের ছুটি। ১৬ ডিসেম্বর সোমবার। রবিবার একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই শুক্র ও শনিবার মিলিয়ে টানা ৪ দিনের ছুটি নিতে পারবেন সরকারি চাকরিজীবীরা। এছাড়া ২৫ ডিসেম্বর […]

নিউজ ডেস্ক

৩০ নভেম্বর ২০২৪, ১৬:৪৮

ডিসেম্বর মাসে টানা ছুটি পেতে যাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিলিয়ে টানা ছুটি পেতে পারেন তারা। ২০২৪ সালের ডিসেম্বরে সাধারণ ছুটির মধ্যে রয়েছে বিজয় দিবস ও বড়দিনের ছুটি। ১৬ ডিসেম্বর সোমবার।

রবিবার একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই শুক্র ও শনিবার মিলিয়ে টানা ৪ দিনের ছুটি নিতে পারবেন সরকারি চাকরিজীবীরা। এছাড়া ২৫ ডিসেম্বর বুধবার। তাই বৃহস্পতিবার একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই টানা চারদিন ছুটি পেতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় এ ‍দুদিন ছুটি পালন করা হবে।

তবে যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে বা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার থেকে অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ষোষণা করবে।

এদিকে ২৪ ডিসেম্বর ও ২৬ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড়দিনের আগে ও পরের দিন) হচ্ছে খ্রিষ্টান পর্বের ঐচ্ছিক ছুটি। ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে।

প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নিতে হয়।কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটিতে অনেকেরই ব্যক্তিগত নানান জরুরি কাজ থাকে।

তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি পেলে কোথাও টুরে যাওয়া যায় বা কোনো পরিকল্পনা করা যায়। তাই এমন সুযোগের অপেক্ষায় থাকেন বহু মানুষ।