নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত কাল ৩০ (জানুয়ারি) রোজ বৃহস্পতিবার, ভোট গ্রহণের মাধ্যমে ২০২৫ এর আইনজীবী সমিতি নির্বাচন শেষ হয়েছে। এতে জাতীয়তাবাদী আইনজীবী ও ইসলামী ঐক্য নীল প্যানেল ১৫টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক ও ট্রেজারার এবং ৩টি মেম্বার পদ সহ মোট ১০টি পদে জয়লাভ করেছেন।
অপরদিকে সাদা প্যানেল ৪টি পদে জয়লাভ করেন। ১টি পদের ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে। আগামী ০১ ফেব্রুয়ার ২০২৫ ইং রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় ঐ পদের ভোট পূণ গণনা হবে।
নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৫ এর ফলাফল ঘোষণা করা হয়
সভাপতি, ১। তাজুল ইসলাম – ৩৩২- নির্বাচিত, জামায়াত, ২। আব্দুল গোফরান ভূঁইয়া – ২৩৫
সিনিয়র সহ-সভাপতি
১। আলী হোসেন – ২৮৫- নির্বাচিত, বিএনপি
২। সহিদ হোসেন – ২৭৫
সহ-সভাপতি
১। মোঃ আলী – ৩১৬- নির্বাচিত, বিএনপি
২। জহিরুল হক- ২৫০
সাধারণ সম্পাদক
১। আমীর হোসাইন বুলবুল – ৩২২- নির্বাচিত,বিএনপি
২। মোশাররফ হোসেন মাসুদ – ২৫৪
যুগ্ম-সাধারণ সম্পাদক
১। আবদুস সহিদ দিদার – ২৭৫
২। আবু সাঈদ মোঃ নোমান- ২৯৫- নির্বাচিত,আওয়ামী লীগ
সহ-সাধারাণ সম্পাদক
১। আবদুর রহমান মঞ্জু – ৩৩৩- নির্বাচিত,বিএনপি
২। নজরুল ইসলাম – ২৩০
ট্রেজারার
১। জাহেদ হোসেন দিদার- ২৫০
২। রফিক উল্যাহ- ৩২৩ – নির্বাচিত,বিএনপি
লাইব্রেরী ও প্রকাশনা সম্পাদক
১। আলা উদ্দিন কাদের আলো- ২৮৯- নির্বাচিত,আওয়ামী লাগ
২। রোকসানা জান্নাত – ২৭৯
আপ্যায়ন ও সমাজকল্যাণ সম্পাদক
১। খলিলুর রহমান- ২২১(ফলাফল ঘোষণা স্থগিত)
২। মোহাম্মদ মির্জা- ১১৭
৩। নুর হোসেন সবুজ- ২২১( ফলাফল ঘোষণা স্থগিত)
ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক
১। আবদুল আলী- ২৮৬- নির্বাচিত,জামায়াত
২। মোকাম্মেল হোসেন আজম- ২৭৭
সদস্য
১। ১ম- আবুল কালাম আজাদ – ৩৩৬- নির্বাচিত,বিএনপি
২। ২য়- নোমান ছিদ্দিক – ৩০৩- নির্বাচিত,জামায়াত
৩। ৩য়- আনোয়ার হোসেন – ২৯২- নির্বাচিত,আওয়ামী লীগ
৪। ৪র্থ- মারুফ হোসেন ইথু- ২৮৫- নির্বাচিত,আওয়ামী লীগ
৫। ৫ম- জিয়াউল হক – ২৮৪- নির্বাচিত,জামায়াত।
৬। আবদুল আলী আব্দুল্লাহ – ২৬৭
৭। আলাউদ্দিন বাশার- ২৬৩
৮। আবদুর রহমান ফারুক- ২৫৩
৯। দেলোয়ার হোসেন রিয়াজ – ২৪৯
১০। সিরাতুন নবী আকরাম- ২৩৬