আক্কাছ আলী (মুন্সীগঞ্জ প্রতিনিধি):
মুন্সীগঞ্জে অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কালীরচর ও চাঁদপুরের মোহনপুরের কাছাকাছি মেঘনা নদীতে জলদস্যুর দুই গ্রুপের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত ও একজন আহত হয়েছে।
নিহত রাসেল (৩২) মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাসানচরের কালাম ফকিরের পুত্র। অপর নিহত রিফাতের (২৯) বাড়ি চাঁদপুরের মতলবে।
পায়ে গুলিবিদ্ধ স্থানীয় কালির চরের আইয়ুব আলীকে (৩২) প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানিয়েছেন, নদীতে চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তার নিয়ে কানা জহির ও কিবরিয়া গ্রুপের মধ্যে রাত সাড়ে ৭ টার দিকে গুলি বিনিময় হয়।
মুন্সীগঞ্জ সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন জানিয়েছেন, ঘটনাস্থলে নৌপুলিশ কাজ করছে। অপরাধীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?