চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় পঞ্চান্ন বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির দ্বিখ-িত মরদেহ উদ্ধার করেছে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার দিকে সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইটঘাট এলাকার রেললাইনের পাশ মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির (জিআরপি) উপ-পরিদর্শক (এসআই) জগদীশ বসু বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কেটে দুপুর ১টার দিকে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয় তাঁর।
এদিকে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে ঝিনাইদহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) পুলিশকে জানানো হয়েছে। তারা এসে ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে পরিচয় শনাক্ত করবেন এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় ঘটনাস্থলে স্থানীয় ইউপি ওয়ার্ড সদস্য আশরাফুল ইসলাম বলেন, সকাল থেকেই অজ্ঞাত ওই ব্যক্তি রেললাইনের আশপাশে ঘোরাফেরা করতে দেখেছিলাম। পরে বেলা একটার দিকে রেললাইনের পাশে তার মস্তকবিহীন লাশ পড়ে থাকতে দেখতে পাই। ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কেটে তার মৃত্যু হয়েছে।