সাব্বির হোসেন, লালমনিরহাট:
লালমনিরহাটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৩ রংপুরের অভিযানে ৯৮১ পিস ইয়াবাসহ সাবেক দুই ইউনিয়ন পরিষদের সদস্যকে আটক করেছে। বুধবার (২৯ জানুয়ারি) র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মিলনবাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের সাবেক সদস্য সাইফুল ইসলাম নান্নু (৪৯) এবং বর্তমান ইউপি সদস্য সমির উদ্দিন (৫১)। র্যাব জানায়, ভারতীয় সীমান্ত দিয়ে মাদক পাচারকারী একটি চক্রের সদস্য হিসেবে তারা ইয়াবা পাচার করছিলেন।
এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে। সাইফুল ইসলাম নান্নু এবং সমির উদ্দিনের বিরুদ্ধে চোরাচালান ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। আগেও সাইফুল ইসলাম নান্নু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আহত হয়েছিলেন।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?