নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জেরে আব্দুল গফুর (৮৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে মাধবদী থানার ছোট গদাইরচর এলাকায় এ ঘটনা ঘটে।পিতা হত্যার ঘটনায় ছেলে ও মেয়েরা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছে।
পাড়া প্রতিবেশী ও আত্নীয়রা জানায়, গফুর মিয়ার এক ছেলে ও তিন মেয়ে। একই বাড়িতে তারা দীর্ঘদিন ধরেই বসবাস করছে। দোকান ভাড়ার টাকা এবং জমি ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন যাবিত বিরোধ চলে আসছিল।
আজ সকালেও ভাড়াটিয়াদের সঙ্গে লেনদেন নিয়ে ভাই-বোনদের সিদ্ধান্তের দিন নির্ধারিত ছিল। সকালে তারা বাড়িতে গফুর মিয়াকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে বোনেরা অভিযোগ করেন, তাদের অংশ থেকে বিতাড়িত করতে পরিকল্পিতভাবে বাবাকে হত্যা করে ছেলে আব্দুর রহমান।
অপরদিকে আব্দুর রহমানও অভিযোগ করছেন, বোনেরাই তাকে বিপদগ্রস্ত করতে বাবাকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন।
মাধবদী থানার উপ-পুলিশ পরিদর্শক জুয়েল রানা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকা সংক্রান্ত ও পারিবারিক বিরোধেরে জেরে বৃদ্ধকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খুঁজতে কাজ করছে পুলিশ।