মোঃ জিয়াউল ফকির,ইন্দুরকানি প্রতিনিধি :
পিরোজপুরে রোববার দারুল কুরআন মহিলা অলিম মাদ্রাসা ক্যাম্পাসে নানা আয়োজনে তারুণ্যের উৎসব অনুষ্ঠীত হয়েছে। এর মধ্যে ছিল ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান, সামাজিক সচেতনতা মূলক বিভিন্ন পোস্টার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পেইন্টিং, ব্যানার প্রদর্শন ও পিঠা উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাইদী ফাউন্ডেশনের চেয়্যারমান আলহাজ্ব শামীম বিন সাইদী, বিশেষ অতিথি হিসবে, পিরোজপুর নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা, আল্লামা সাইদী ফাউান্ডেশনের সেক্রেটারী মাওলানা শফিকুল ইসলাম, টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুল্লাাহীল মাহমুদ, পিরোপুর পৌর জামায়াতের আমীর বিশিষ্ট ব্যবসায়ী ইসহাক আলী খান, সভাপতিত্ব করেন দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহাঃ মহিউদ্দীন, এসময় অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন-আজ নারীরা কোনো অংশেই পিছিয়ে নেই কোনো কোনো ক্ষেত্রে নারীরা পুরুষের থেকেও এগিয়ে যাচ্ছে দেশ পরিচালনা থেকে শুরু করে মাহকাশ জয়, অনেক সাফল্য আসছে প্রতিনিয়ত। পৃথীবির জনসংখ্যা আর্ধেক নারী হওয়ায় তাদের অংশগ্রহণ ব্যতিত ভবিষৎ উন্নয়ন সম্ভব নয়। তাই তোমাদের জ্ঞানচর্চা, ক্ষমতায়ন, রাজনৈতিক, অর্থনৈতিক সহ সকল বৈচিত্র কর্মে পারদর্শী হতে হবে।