হাফিজুর রহমান জেলা প্রতিনিধি সাতক্ষীরা :
রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা ৩১ দফা বাস্তবায়নে সাতক্ষীরায় কর্মশালা করেছে বিএনপি। মঙ্গলবার বেলা ১১টায় শহরের লেকভিউতে এ কর্মশালার শুরু হয়।
সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেকার আহমেদের সভাপতিত্ব কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপির উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন,কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম( হাবিব) কেন্দ্রীয় বিএনপি সদস্য আতিকুর রহমান রুমন, রেহেনা আখতার রানু, মাহমুদা হাবিবাসহ আরও অনেকে।
কর্মশালাল অংশ নেন জেলা বিএনপিসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠণের সুপার ফাইভ নেতা। আজ একই কর্মশালা সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট তিন জেলায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে।
বিকেল ৪টায় কর্মশালায় বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।