সাব্বির হোসেন, লালমনিরহাট
লালমনিরহাটের সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংকের ডাকাতির চেষ্টা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটে। ব্যাংকের পিয়ন সুরঙ্গের শব্দ শুনে চিৎকার করলে এলাকাবাসী ছুটে এসে ব্যাংকের পেছনের দেয়ালে সুরঙ্গ দেখতে পান। এরপর স্থানীয়রা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা পুরো এলাকা ঘিরে রাখে।
এ বিষয়ে পুলিশ ও সেনাবাহিনী তদন্ত শুরু করেছে, তবে এখনও ব্যাংকে টাকা লুট হয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি। ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এই ঘটনায় এলাকাবাসী ও ব্যাংক কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ প্রশাসন ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করেছে এবং সন্দেহভাজনদের খোঁজে অভিযান অব্যাহত রেখেছে।