নূর আলম,দুর্গাপুর,নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র (সিপিবি) আয়োজনে ‘গণতন্ত্র অভিযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে৷ এতে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জানমালের নিরাপত্তা, চাঁদাবাজি- দখলদারিত্ব-দুর্নীতি বন্ধ করা এবং জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানানো হয়। সোমবার বিকেলে এই অভিযাত্রা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বালুয়াকান্দা বাজার থেকে গণসংযোগ ও পদযাত্রা শুরু করে কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ ও কর্মীরা। এসময় তারা বিভিন্ন দাবি সম্বলিত লিফলেট বিতরণ করে। পদযাত্রা করে নেতৃবৃন্দ বনোয়াপাড়া ও মোক্তারপাড়া ব্রীজের মোড়ে পথসভা করেছে।
পথসভায় সিপিবি জেলা কমিটির সভাপতি কমরেড নলিনী কান্ত সরকারের সভাপতিত্বে ও সম্পাদক মন্ডলীর সদস্য মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক কোহিনূর বেগম, সম্পাদক মন্ডলীর সদস্য আনোয়ার হাসান, মঞ্জুরুল হক তালুকদার, জেলা কমিটির সদস্য মৃত্যুঞ্জয় তালুকদার, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি কৃষ্ণ বিশ্ব শর্মা, জেলা যুব ইউনিয়নের সভাপতি জয় কুমার দে পুলক, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুর রহমান সায়েম প্রমুখ।
আলোচনাকালে বক্তারা বলেন, দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। দেশে গণতন্ত্রের চর্চা না থাকার কারণে রাজনীতির কোন পরিবেশ নাই। জান-মালের কোন নিরাপত্তা নাই। দিনে দুপুরে সাধারণ মানুষ খুন হচ্ছে, শিক্ষাঙ্গনে এখনো সরকারি বই পায়নি শিক্ষার্থীরা। আর কত মানুষ না খেয়ে থাকলে সরকারের টনক নড়বে? এ সকল বিষয় দ্রুত সমাধান করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই। মুক্তিযুদ্ধ কে বিতর্কিত করার পায়তারা রুখে দেওয়ার কথা জানায়। সেই সাথে আমরা জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানাচ্ছি।