জালিস মাহমুদ পিরোজপুর
পিরোজপুরের জেলা হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে পৌনে দুই কোটি টাকার অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এসময় সরকারি কাজে বাধা দেওয়ায় রাজিব মন্ডল (২২) ও রাহাত রব্বানী (২৪) নামে দুইজন দালালকে আটক করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারী) দুপুরে পিরোজপুর জেলা হাসপাতালে অভিযান পরিচালনা করে তাদের আটক করে দুদক। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ১৫ দিনের কারাদণ্ডসহ ১০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুইদিনের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পিরোজপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ।
দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্ত রাজিব মন্ডল পিরোজপুর সদর উপজেলার উত্তর পোরগোলা গ্রামের রবিন মন্ডলের ছেলে এবং দন্ডপ্রাপ্ত রাহাত রব্বানী পিরোজপুর সদর উপজেলার খামকাটা গ্রামের আজাদ রব্বানীর ছেলে।
দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা যায়, সোমবার সকালে নিজেদের পরিচয় গোপন করে জেলা হাসপাতালে তাদের চলমান অভিযান পরিচালনা করে দুদক। এসময় দুইজন দালালকে সরকারি কাজে বাধা প্রদান করা অভিযোগে আটক করেন তারা। পরে দুদকের ৫ সদস্যের একটি দল হাসপাতালের রান্নার জায়গায়, বিভিন্ন বিভাগ, ঔষধের স্টোর রুমে অভিযান পরিচালনা করে। এসময় খাবারের পরিমান এবং ঔষধ মজুদে গড়মিল পায় দুদক। খাবারে প্রতিদিন ১০০ জনকে জনপ্রতি ৬০ গ্রাম করে মাংস দেওয়ার কথা থাকলেও সেখানে ২৫ গ্রাম করে দেওয়া হয় এবং নিম্ন মানের চাল সরবরাহ করা হয়। শিশু বিভাগের ঔষধ সরবরাহ রেজিস্টারে কডসন (১০০ মিলিগ্রাম) নামের ৪০০ পিস ঔষধ এবং ট্রাইজেট (২৫০ মিলিগ্রাম) নামের ৩ হাজার ৭ শত ২৭ পিস ঔষধ থাকার কথা থাকলেও সেখানে কোন ঔষধ পাওয়া যায়নি। অভিযানে দেখা যায় হাসপাতালে ঔষধ ও অন্যন্য মালামাল সরবরাহ কারী ঠিকাদারি প্রতিষ্ঠান সাউথ বাংলা কর্পোরেশন ঔষধ ও অন্যন্য যন্ত্রপাতি সরবরাহ করতে না পারায় ১ কোটি ৭৬ লাখ ২১ হাজার ৬০০ টাকার একটি চেক হাসপাতাল কর্তৃপক্ষকে প্রদান করলেও হাসপাতালের নথিপত্রে ঔষধের সঠিক সরবরাহ দেখানো হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজন দালালকে কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক পিরোজপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ বলেন, দুর্নীতি দমন কমিশনের চলমান অভিযানে দুই জন দালাল আটক করা হয়। পরে ওই দুই দালাল তাদের বিরুদ্ধে কারা অভিযোগ স্বীকার করলে ১৮৬৯ সালের ১৮৮ নং ধারায় তাদের ১৫ দিনের কারাদণ্ড একইসঙ্গে ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও দুইদিনের কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, পিরোজপুর জেলা হাসপাতালে আমাদের চলমান অভিযানে দুইজন দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অভিযানে হাসপাতালে নিম্ন মানের খাবার ও ঔষধ এবং অন্যন্য যন্ত্রপাতি সরবরাহ করতে ১ কোটি ৭৬ লাখ ২১ হাজার ৬০০ টাকার একটি গরমিল পাওয়া যায়। এবিষয়ে একটি পূর্নাঙ্গ রিপোর্ট তৈরি করে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে সেখানের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।