ছাইদুল ইসলাম, ধামইরহাট নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেল তিনটার সময় পৌরসভার উদ্যোগে পৌর চত্বরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান নিজ হাতে পৌরসভার ৯ ওয়ার্ডের তালিকাভুক্ত ৪১০টি পরিবারের শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার পৌর নির্বাহী অফিসার সজল কুমার মন্ডল, পৌর বিএনপির আহবায়ক নুরুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহিনা ইয়াসমিন, পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রউফ, এনামুল হক টাইগার, ছাত্র প্রতিনিধি ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।