মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি প্রতিনিধি)
সময়ের সাথে সময়ে হাতে এসেছি আমরা নতুন দূত,
অপরিচ্ছন্ন মানসিকতা এবার হবে দূর।”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন৷ তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে
পরিচ্ছন্নতার বার্তা নিয়ে বিডি_ক্লিন_খাগড়াছড়ি টিমের তারুণ্যরা এবার ছুটে গিয়েছিলো বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচ্ছন্নতার শপথ নিয়েই বিডি ক্লিন খাগড়াছড়ি জেলার দীঘিনালা টিম পরিষ্কার পরিচ্ছন্নতার রোল মডেল হিসেবে তুলে ধরবে দেশের মানচিত্রে, পাশাপাশি সকল বিডি ক্লিন টিম একতাবদ্ধ হয়ে প্রাণের দেশকে বিশ্ব মানচিত্রে পরিচ্ছন্নতার তালিকায় শীর্ষে নিয়ে যাবে।
এরই ধারাবাহিকতায় বিডি ক্লিন দীঘিনালা টিম এর ইভেন্ট হিসেবে পরিচ্ছন্ন হল বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণ এবং তার আশপাশ। এতে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলার সমন্বয়ক মেহেদী হাসান ।
উপজেলা আইটি সমন্বয়ক হৃদয় হোসেন,অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিক মোঃ কিতাব আলী এবং সহকারী শিক্ষকসহ সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্ধ আমার ও আপনার সচেতনতাই পারে আমাদের প্রিয় ক্যাম্পাসগুলোকে ঝকঝকে পরিচ্ছন্ন রাখতে।”পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে”
তাই তরুন সমাজকে বিডি ক্লিন খাগড়াছড়ি টিম এর হয়ে পরিচ্ছন্ন ইভেন্টে অংশগ্রহণ করার আহবান জানাচ্ছি।