শনিবার রাতে ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পুরাতন সওদাগর হাট এলাকায় তিন যুবদলের কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে, বলে সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন জানান।
তিনি বলেন, এ ঘটনায় করা মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আহতরা হলেন- উপজেলার চর দরবেশ ইউনিয়নের মোহাম্মদ আবদুল্লাহ টিটু (৪৩), মো. রুবেল (৪০) ও জামাল উদ্দিন খোকন (৩৪)। তারা স্থানীয় যুবদল কর্মী বলে জানান জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন।
আহত আবদুল্লাহ টিটু বলেন, শনিবার রাতে কৃষক দলের প্রস্তুতি সভা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পুরাতন সওদাগর হাট এলাকায় একদল দুষ্কৃতকারী তাদের ওপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি কুপিয়ে মোটরসাইকেলে থাকা তিনজনকে জখম করে।
তাদের মধ্যে দুজনকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত জামাল উদ্দিন খোকনকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত আরেক যুবদল কর্মী রুবেল বলেন, “হামলাকারীদের মধ্যে ভোলা ওরফে ভোলন ও ইসরাফিলকে চিনতে পারলেও বাকিদের চিনতে পারিনি।”
ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. রায়হান উদ্দিন বলেন, “আহতদের একজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম থাকায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন দৈনিক সকালকে বলেন, “হামলার ঘটনাটি মনে হচ্ছে পূর্বপরিকল্পিত। যতদূর জেনেছি, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় জামাল উদ্দিনসহ তার সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা হয়েছে। হামলায় আহতরা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন বলেন, “হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।