নিয়োগ বাণিজ্য, ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪ বিচারকের অপসারণের দাবিতে আদালত ঘেরাও করে বিক্ষোভ করছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রবিবার দুপুর সোয়া ২টা থেকে তারা এই কর্মসূচি শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছে।
বিক্ষোভকারীরা জানান, পঞ্চগড় আদালতের জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মণ্ডল ও বিচারক আশরাফুজ্জামান ও আবু হেনা এখনো আওয়ামী লীগ সরকারের দোসরের ভূমিকা পালন করছেন।
আগস্ট বিপ্লবের পরেও তারা ঘুষ, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য করে আসছেন। এ বিষয়ে প্রতিবাদ করায় সমন্বয়কদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন তারা।
ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আন্দোলনকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে আদালতের কয়েকটি গ্লাস ভেঙে গেছে।