মোঃ সাব্বির হোসেন (লালমনিরহাট প্রতিনিধি):
আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৫ উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক), লালমনিরহাট, রবিবার (২৬ জানুয়ারি) মিশন মোড়ে মানববন্ধনের আয়োজন করে। তাদের দাবি ছিল নবায়নযোগ্য জ্বালানির প্রতি।
মানববন্ধনে বক্তারা জ্বালানি খাতে নীতি করায়ত্ত বন্ধ করার আহ্বান জানান এবং স্বার্থের দ্বন্দ্ব প্রতিরোধের ওপর জোর দেন। তারা জবাবদিহিতার নিশ্চয়তার জন্য একটি স্বাধীন তদারকি ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব করেন। বক্তারা আরও বলেন, কয়লা ও এলএনজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থগিত করে বিকল্প নবায়নযোগ্য জ্বালানি গ্রহণযোগ্য এবং নিরপেক্ষভাবে পরিবীক্ষণ করা উচিত।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে সনাক সভাপতি (অব.) আজিজুল হক, সহ-সভাপতি রওয়ানা মার্জিয়া, এবং সদস্য ডাঃ মোঃ কাসেম আলীসহ অনেকেই উপস্থিত ছিলেন। সবার দাবি ছিল, জ্বালানি কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানির বিকাশে প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
উৎসাহব্যঞ্জক এই মানববন্ধন ভবিষ্যতে ক্লিন এনার্জির প্রতিশ্রুতি পূরণের পথে বাংলাদেশকে এগিয়ে নিতে সাহায্য করবে।