নীলফামারী প্রতিনিধি :
নীলফামারী জেলার ডোমার উপজেলার ডোমার-চিলাহাটি সড়ক সংলগ্ন কাজিরহাট নামক বাজার থেকে ঘুনুরাম যাওয়ার রাস্তায় উপজেলা এলজিইডির আওতায় ১৪০০ মিটার পাকা রাস্তার কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে এবং স্থানীয় লোকজনের সাথে কথা হলে তারা জানায়, কাজিরহাট থেকে ঘুনুরাম যাওয়ার রাস্তাটিতে যে পাথর দিয়ে কার্পেটিং কাজ চলছে সে পাথর গুলি অনেক বড়বড় এবং নিম্ন মানের পাশাপাশি কার্পেটিং করার আগে ইটের খোয়ার উপরে যে প্রাইমকোর্ট দেওয়ার কথা সেটি না দিয়ে কার্পেটিং করা হচ্ছে। এবং কার্পেটিং এর পাথর নীলফামারীর কাছাকাছি থেকে এনে দেওয়া হচ্ছে এখানে। কার্পেটিং এত দুর থেকে আনতে আনতে ঠান্ডা হয়ে যাচ্ছে। এতে কার্পেটিং করার পরপর স্থানীয় কয়েকজন রাস্তাটির ঢালাই হাত দিয়েই তুলে ফেলতে দেখা গেছে।স্থানীয় লোকজন জানান, যেভাবে কাজ চলছে এতে কয়েকমাসেই পাকা রাস্তাটি নষ্ট হয়ে যাবে। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।এবং স্থানীয় সকলে রাস্তাটির কাজ কিছুক্ষন বন্ধ করে দেয়। দাবী তুলে প্রাইমকোর্ট ছাড়া ঢালাই তুলে ফেলে পুনরায় খোয়ার উপর প্রাইমকোর্ট দিয়ে ভালো মানের পাথর দিয়ে ঢালাই করা হউক।
রাস্তার কাজে থাকা ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্ব প্রাপ্ত একজনের সাথে ঘটনাস্থলে কথা হলে তিনি জানান, আমরা বিষয়টি দেখছি স্থানীয় লোকজনের সাথে কথা বলছি এবং জনগণ যেটার দাবী করছে সেটির সমাধানের চেষ্টা করছি। তিনি জানেন, নীলফামারীর মিজানুর নামক ব্যক্তির দ্বারা এই কাজটি করা হচ্ছে তবে ঠিকাদার প্রতিষ্ঠানের নামটি জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে ডোমার উপজেলা এলজিইডি কর্মকর্তার সাথে মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।