মজনুর রহমান আকাশ, মেহেরপুর প্রতিনিধিঃ
সরকারি নির্দেশনা উপেক্ষা করে টিসিবি কার্ড অ্যাক্টিভেশনের নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিজন কার্ড হোল্ডারের কাজ থেকে ১০০ টাকা ও ৫০ টাকা হারে নেয়া হচ্ছে। এর প্রতিবাদ শনিবার সকালে জোড়পুকুরিয়া গ্রামের রাজু নামের একজনকে গণধোলাই দিয়ে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চাঞ্চল্য কর ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নে।
টিসিবির কার্ড হোল্ডার সাহারবাটি গ্রামের জিব্রাইল জানান, তার টিসিবির কার্ড অ্যাক্টিভেশনের জন্য ইউপি উদ্যোক্তার কাছে আসলে িতার কাছ থেকে ১০০ টাকা নেয়া হয়। একই কথা জানালেন, ভোমরদহ গ্রামের সিরাজ, জোড়পুকুরিয়ার মিরাজ, রুবিনা খাতুনসহ অনেকেই।
আহত রাজু জানান, তিনি তার কার্ড অ্যাক্টিভেশনের জন্য সাহারবাটি ইউপি উদ্যোক্তার কাছে যান। সেসময় টাকা চাইলে তিনি দিতে অস্বীকার করেন। বিষয়টি প্যানেল চেয়ারম্যান আসমা বেগমের কাছে জানতে চাইলে আসমা বেগম ও তার লোকজন রাজুকে গণধোলাই দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
এ ব্যাপারে প্যানেল চেয়ারম্যান আসমা বেগম জানান, উপজেলা নির্বাহী অফিসারের মতামত অনুযায়ি টাকা নেয়া হচ্ছে। এখানে তার কোন হাত নেই। তবে কার্ড হোল্ডার রাজুকে কেন পেটানো হলো তার জবাব দেননি তিনি।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, টাকা নেয়ার কোন বিধান নেই। কেউ টাকা নিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।