মোঃ হুমায়ুন কবির খোকন /- রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পিলখানা ট্রাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় দীর্ঘ ১৬ বছর পর জামিন পেয়ে মুক্তি পেয়েছেন সাবেক বিডিআর সদস্যরা। তাদের মধ্যে সাবেক বিডিআর আব্দুল মতিন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
আব্দুর মতিন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ০৫ নং তিল্লা গ্রামে চৌকিদার বাড়ি। কারামুক্তির পর আব্দুল মতিন এর নিজ বারিতে এ দৃশ্য ছিল আবেগঘন, যেখানে স্বজনরা খুশিতে কেঁদে ফেলেছেন।
মুক্তিপ্রাপ্তদের স্বজনরা ফুল নিয়ে অপেক্ষা করছিলেন, তাদের দীর্ঘদিনের অপেক্ষা অবশেষে শেষ হয়েছে। তারা একে অপরকে আলিঙ্গন করে আনন্দে ফেটে পড়েন। তাদের দীর্ঘ অপেক্ষার পর আজ আনন্দে মেতে উঠেছে পরিবারগুলো।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকে শুরু হয় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বিডিআর সদস্যের মুক্তি দেয়া হয়। এর মধ্যে মুক্তি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পেয়েছেন বলে জানান আব্দুল মতিন।
মুক্তিপ্রাপ্ত আব্দুল মতিন জানান, পিলখানা ট্রাজেডির ঘটনায় মিথ্যা সাক্ষী দিতে আমাকে বলা হয় আমি না বলি যার কারনে বিস্ফোরক আইনে করা মামলায় ১৬ বছর কারাগারে ছিলাম, সম্পূর্ণ বিনা বিচারে। যদি সঠিক বিচার হতো, তবে আমাকে কারাভোগ করতে হতো না।” এ সময় তার কণ্ঠে ছিল আবেগ, চোখে জল।
২২ জানুয়ারি কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে পিলখানা বিদ্রোহ মামলার ১৭৮ জনের জামিননামা পৌঁছানোর পর, যাচাই-বাছাই শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়েছেন আব্দুল মতিন।