সোহেল রানা,সিংগাইর
ক্রিড়াই উন্নয়ন ক্রিড়াই বিনোদন এই প্রতিপাদ্য কে সামনে রেখে
২৪ শে জানুয়ারি শুক্রবার বিকাল ৫ ঘটিকায় সিংগাইর উপজেলার জয়মন্টপ গ্রামে জয়মন্টপ উচ্চ বিদ্যালয় মাঠে চোখ ধাধানো বর্ণিল সাজসজ্জার মিশ্রনে এবং ক্রিকেট ক্রীড়ামোদী দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জয়মন্টপ প্রিমিয়ার লীগ (JPL) সিজন ৭ এর উদ্ভোদনী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
জয়মন্টপ প্রিমিয়ার লীগ এ স্ট্যান্ডার্ড এমএইচ ও লেয়ার থ্রি এর যৌথ সহযোগিতায় এবারের টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে।
পাওয়ার্ড বাই ক্লেমন এবং অফিসিয়াল স্পনসর লালন সিএনজি এন্ড ফিলিং স্টেশন, টাইম আউট পার্টনার সাউথইস্ট এজেন্ট ব্যাংক।
এবারে টুর্নামেন্টে স্থানীয় ৫ টি দলের অংশগ্রহনে ৪ টি ভেন্যুতে ( জয়মন্টপ উচ্চ বিদ্যালয় মাঠ,শান্তিপুর উচ্চ বিদ্যালয় মাঠ, তালেবপুর উচ্চ বিদ্যালয় মাঠ ও বায়রা উচ্চ বিদ্যালয় মাঠ) টুর্নামেন্ট টি অনুষ্ঠিত হবে
উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি নগত ৫০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ দল প্রাইজমানি পাবে নগদ ৩০ হাজার টাকা
এবারের টুর্নামেন্টে আর্থিক সহায়তা করেছেন ব্যাংক এশিয়া জয়মন্টপ শাখা,ফেয়ারস ট্যূরস এন্ড ট্রাভেলস, নাসির ডোর এন্ড ফার্নিচার জয়মন্টপ বাজার,দীপক ক্রোকারিজ, পূবালী হার্ডওয়্যার জয়মন্টপ বাজার,গ্রীন বাইকার টানেল ভূমদক্ষিন বাজার, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুইরেন্স লিমিটেড, ট্রাস্ট এনার্জি এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
জয়মন্টপ প্রিমিয়ার লীগ এর সভাপতি জনাব মো: ফয়জুর রহমান ফয়েজ এর সভাপতিত্বে ও জয়মন্টপ প্রিমিয়ার লীগ এর সাধারন সম্পাদক জনাব এডভোকেট মো: মোজাফফর রহমান জিকু এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহকারী জজ ও আইনজীবী অস্ট্রেলিয়া ব্যারিস্টার মো: নুরুল ইসলাম মানিক
প্রধান পৃষ্ঠপোষক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান
প্রধান সমন্বয়ক অফিসার্স ইনচার্জ সিংগাইর থানা মো: জাহিদুল ইসলাম জাহাঙ্গীর
এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি
প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) জয়মন্টপ উচ্চ বিদ্যালয় মো: মহিদুর রহমান, উপ পরিচালক বিএসটিআই মো: মফিজুল ইসলাম, জয়মন্টপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আতাউর রহমান বাচ্চু, সহকারী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল মো:আলমগীর হোসেন মুকুল, আহবায়ক সিংগাইর উপজেলা সেচ্ছাসেবক দল ও জেপিএল শুভেচ্ছাদূত আবুল কাশেম খান প্রমুখ সহ স্থানীয় ব্যাক্তিবর্গ ও অন্যান্য ক্রীড়ামোদী দর্শকবৃন্দ।