পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে গত কয়েকদিন ধরে স্থানীয়দের মোটরসাইকেল চুরি হয়। এ বিষয়ে ভুক্তভোগীরা চরকাজল পুলিশ ফাঁড়িতে অভিযোগ করলে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান এর দিকনির্দেশনা চরকাজল পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন সঙ্গী ও ফোর্স নিয়ে স্থানীয়দের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহ ভাজন মোঃ বোরহান উদ্দিন হাওলাদারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির কথা স্বীকার করে। এছাড়া তার সাথে থাকা হাসানকেও পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। চোরের স্বীকারোক্তি অনুযায়ী হাসানের বাড়ি থেকে মোটরসাইকেল তিনটি উদ্ধার করে গলাচিপা থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান বলেন, ‘চোরদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। আজই তাদেরকে আদালতে সোফর্দো করা হবে।’

গলাচিপায় ট্রলি থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
পটুয়াখালীর গলাচিপায় মালবাহী ট্রলি থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে নাসির উদ্দিন হাওলাদার (৪৮) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী…
০৯ মার্চ ২০২৫