মো: মিরাজুল ইসলাম মিঠু ,জেলা প্রতিনিধি, খুলনা
অর্ণব কুমার সরকার (২৬) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি বানরগাতি ইসলাম কমিশনার মোড় এলাকার নীতীশ কুমার সরকারের ছেলে।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে নগরীর গোবরচাকা তেঁতুলতলার মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ময়লাপোতা থেকে তেঁতুলতলা মোড়ে এসে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির পাশে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেলে (খুলনা মেট্রো-ল-১২-৩৮৭৭) হেলান দিয়ে চা খাচ্ছিলেন অর্ণব। আচমকা তাকে কয়েকজন দুর্বৃত্ত ঘিরে ধরে এবং কাছ থেকেই তার মাথায় গুলি করে। এসময় পরপর কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। আতংকে এলাকাবাসী ছুটাছুটি শুরু করেন।
পরে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়া অর্ণবকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে একটি বন্দুকের গুলির খোসা, ব্যবহৃত পিস্তলের গুলি ও একটি রক্তমাখা জুতা উদ্ধার করা হয়েছে। কেন ও কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক শেখ মাহমুদুল হাসান জানান, অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। এর আগে তিনি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে অনার্স পাস করেন।
নিহতের পরিবারের দাবি- অর্ণব কোন ধরনের রাজনীতি বা স্থানীয় কোন্দলে জড়িত নয়। তার কে বা কারা কেন গুলি করেছে তারা জানেন না।