লক্ষ্মীপুরের রামগঞ্জে পপুলার হসপিটালের এক আয়াকে ধর্ষনের চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার সকালে তানভির হোসেন (২৪) ও মুরাদ হোসেন (২৮) নামের দুই বখাটেকে শেফালীপাড়া নামক স্থান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের শেফালীপাড়া গ্রামের আলী চৌকিদার বাড়ির মৃত সোহাগের মেয়ে বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টায় তার কর্মস্থল রামগঞ্জ পপুলার হসপিটাল থেকে নিজ বাড়িতে ফেরার পথে শেফালীপাড়া তিন রাস্তার মোড়ে এলে স্থানীয় মুরাদ হোসেন ও গ্রামের জামাই তানভির হোসেন তার পথরোধ করে। একপর্যায়ে তারা হসপিটালের আয়াকে জোরপূবর্ক মোড়ের দক্ষিণ পাশে বাগানে ভিতর নিয়ে বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় আয়ার আর্তচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে ধর্ষনের চেষ্টাকারীরা সৃষ্ট ঘটনায় বাড়াবাড়ি করলে আয়া ও তার পরিবারকে প্রাণে হত্যা করার হুমকী দিয়ে পালিয়ে যায়। এনিয়ে আয়া বাদী হয়ে বৃহস্পতিবার রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত) ২০২০ এর ৯(৪)(খ)/৩০ তৎসহ ৫০৬ পেনাল কোড মামলা দায়ের করেন। মামলা নং-১৪,তারিখ-২৩/০১/২০২৫ইং।
প্রেপ্তারকৃত বখাটে তানভির হোসেন নরসিংদী জেলার মনোহরদী থানার কাচিকাটা ইউনিয়নের উত্তর বারুদিয়া হাজি বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে। বর্তমানে সে রামগঞ্জ শেফালীপাড়াস্থ তার শ্বশুরালয় প-িত বাড়িতে বসবাসরত এবং মুরাদ হোসেন শেফালীপাড়া রঞ্জন হাজি বাড়ির কুতুব উদ্দিনের ছেলে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার মামলার কথা স্বীকার করে আসামীদের হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।