মো: মিরাজুল ইসলাম মিঠু ,জেলা প্রতিনিধি, খুলনা
কাজী ইয়াসির আরাফাত (হোয়াইট), আহবায়ক, ১০ নং ওয়ার্ড যুবলীগ, খুলনা মহানগর।
এবং শীর্ষ স্হানীয় তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী একাধিক মামলার আসামী ফরিদপুর হতে আজ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে।
হোয়াইট খালিশপুর এন,এল-২১, রোড নং-২৪১, হাউজিং এষ্টেট এর কাজী খেলাফত হোসেনের ছেলে।
কাজী ইয়াসির আরাফাত @হোয়াইট(৪৪) এর বিরুদ্ধে খালিশপুর থানার মামলা নং-০৮/১০৫, তারিখ-০৬ মে ২০২২ , খালিশপুর থানার ,এফআইআর নং-১৬/৬৫, তারিখ- ২৭ মার্চ, ২০২২, খালিশপুর থানার ,এফআইআর নং-৮, তারিখ- ০৬ মে, ২০১৩, খালিশপুর থানার ,এফআইআর নং-১০, তারিখ- ১৮ এপ্রিল, ২০১৩ খালিশপুর থানার ,এফআইআর নং-১৩, তারিখ- ১৬ ফেব্রুয়ারি, ২০১১, খালিশপুর থানার ,এফআইআর নং-৪, তারিখ- ২১ আগস্ট, ২০২৪, খালিশপুর থানার ,এফআইআর নং-৫, তারিখ- ২৩ আগস্ট, ২০২৪ এবং খালিশপুর থানার ,এফআইআর নং-২, তারিখ- ১৪ আগস্ট, ২০২৪এর এজাহারনামীয় আসামী।
গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তাহার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করিয়াছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন খুলনা মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক ও ৮ মামলার আসামি কাজী ইয়াসির আরাফাত হোয়াইট। তবে শেষরক্ষা হয়নি, গোয়েন্দা পুলিশের অভিযানে ধরা পড়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি তৈমুর ইসলাম জানান, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে যুবলীগ নেতা কাজী ইয়াসির আরাফাত হোয়াইট খালিশপুর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। সবশেষ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ইয়াসির আরাফাত হোয়াইটের বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের বাড়ি ভাঙচুরসহ ৮টি মামলা রয়েছে বলেও জানিয়েছেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।