মো. মিরাজ হোসাইন, ভোলা:
ভোলা জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকাল ৯ টা থেকে ইসলামী ফাউন্ডেশন ভোলা জেলা কার্যালয়ে জাতীয় শিশু কিশোর ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এম মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোবাশ্বের আলম। ওই প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন, দৌলতখান উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি মোঃ রেযাউল কারীম বুরহানি, ভোলা উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি ইব্রাহীম খলিল রুহী।
ভোলা জেলার ৭ উপজেলার প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মোট ষাট জন বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। তন্মধ্যে দৌলতখান উপজেলা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ১৫ টি পুরস্কার পেয়েছেন।
অনুষ্ঠানে ভোলা জেলার সকল উপজেলার ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ও জেলা ইসলামীক ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
2 Attachments • Scanned by Gmail