সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
আজ ২৩ জানুয়ারি সকালে লালমনিরহাট জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে অঙ্গীভূত আনসার সদস্যদের মাঝে ২০০টি কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লালমনিরহাটের পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোঃ কামারুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ টিটন মিয়া এবং সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আল আমিন। তারা আনসার সদস্যদের শীতকালীন সহায়তার জন্য কম্বল প্রদান করে তাদের দুঃখ-দুর্দশার মাঝেও পাশে থাকার বার্তা দেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আনসার সদস্যরা তাদের জন্য এ সহায়তা প্রদানের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান এবং আরও কার্যকর সহায়তার আহ্বান জানান।