মো. মিরাজ হোসাইন, ভোলা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার উদ্যোগে ২৫ জানুয়ারী ২০২৫ ভোলা সরকারি স্কুল মাঠে কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে জামায়াতে ইসলামী দৌলতখান উপজেলা শাখা মোটরসাইকেল শোডাউন ও মিছিলের মাধ্যমে ব্যাপক প্রচার ও প্রচারণা করেছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সাংসদ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
বৃহস্পতিবার ( ২৩জানুয়ারি ) বিকাল সাড়ে ৪টায় উপজেলার প্রধান প্রধান সড়কগুলো মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে প্রদক্ষিণ করে সন্ধ্যায় বাংলাবাজার ফাতেমা খানম কলেজ মসজীদ মাঠে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের মজলিসের সূরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা ওলিউল্লাহ কবির , উপজেলা আমির মোঃ হাসান তারেক হাওলাদার, উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন ফারুক, উপজেলা শূরা সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা তারবিয়াত সম্পাদক মাওলানা মাওলানা
জামাল উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ নিজাম উদ্দিন, পৌর আমির গোলাম মাওলা, উপজেলা বায়তুল মাল সম্পাদক ফয়েজ আহমেদ সহ প্রমুখ। এছাড়াও পৌর ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের হাজারো নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউনে অংশগ্রহণ করেন।
মোটরসাইকেল শোডাউন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা আমির হাসান তারেক হাওলাদার উপস্থিত সবাইকে আগামী ২৫ জানুয়ারি শনিবার ভোলা সরকারি স্কুল মাঠে কর্মী সম্মেলনে অংশগ্রহণ এবং সম্মেলনটি সফলভাবে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও তিনি আরও বলেন, কর্মী সম্মেলন ভোলা জেলা জামায়াতের একটি গুরুত্বপূর্ণ বড় আয়োজন। এটি সফল করতে সকলে তৎপর হতে হবে। এটি ইসলামী আন্দোলনের শক্তি ও সাংগঠনিক দক্ষতাকে আরও সুদৃঢ় ও সম্প্রসারিত করবে।