মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের কাউন্সিল পাড়া এলাকা থেকে “রেসাস” প্রজাতির বানর উদ্ধার করেছে বন বিভাগ এবং স্নেক রেসকিউ টিম বাংলাদেশ।
বুধবার (২২জানুয়ারী) সন্ধার দিকে কাউন্সিল এলাকার মোঃ শাহা আলম বানর ছানা পালনের উদ্দেশ্য বানরটিকে আটকে রাখে।
এদিকে “স্নেক রেসকিউ টিম বাংলাদেশ” এর দীঘিনালা প্রতিনিধি খবর পেয়ে বন বিভাগ কে অবগত করে। পরে বন বিভাগের মেরুং রেঞ্জ কর্মকর্তা মোঃ নজরুল এবং তার সহকর্মীদের সহযোগীতা নিয়ে সন্ধা সাড়ে ৭ টার দিকে একই এলাকার নুরুল হক ভূইয়ার বাড়ি থেকে।
জানা যায়, বানর’টি দিনে উদ্ধার করতে সেখান থেকে গেলে পালিয়ে গিয়ে পাশ্ববর্তী নুরুল হক ভূইয়ার বড়িতে ওঠে। সেখান থেকেই সেদিন রাতে বানর ছানাটি উদ্ধার করা হয়
রেঞ্জ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, বর্তমানে নির্বিচারে বন উজার করার কারনে এদের খাবার ও বাসস্থান এর সংকটের কারণে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। এই সুযোগ কাজে লাগাচ্ছে এক দল অসাধু লোক। তাই আমাদের সকলকে সচেতন করতে হবে। বর্তমানে বানরটিকে বাইরের পরিবেশে বাঁচার উপযোগী করে তারপর বনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।