সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দরের নতুন ট্রাকস্ট্যান্ড ও পাটগ্রাম কলেজ এলাকায় আবারও ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে। আজ বুধবার থেকে এই চাঁদাবাজির কার্যক্রম শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন ট্রাক চালক। তারা জানান, নির্দিষ্ট স্থানগুলোতে তাদের ট্রাক থামিয়ে চাঁদা দাবি করা হচ্ছে, যা ট্রাক চালকদের জন্য অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে।
প্রশাসন বিষয়টি অবহিত জানিয়ে জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছেন। তবে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ তাদের কাছে আসেনি এবং সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে অভিযোগ করা হয়নি। প্রশাসন চাঁদাবাজির অভিযোগ তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং যেকোনো প্রমাণ পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।
চালকদের মতে, চাঁদাবাজি বন্ধ না হলে এটি তাদের জন্য আরও বড় সমস্যা সৃষ্টি করবে। তারা প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে এলাকার পরিবহন খাত সুষ্ঠু ও নিরাপদভাবে চলতে পারে।