খুলনা মহানগর যুবদলের উদ্যোগে ২১ নং যুবদলের সাবেক সহ সভাপতি মানিক হাওলাদার হত্যার প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন যুবদলনেতা সাগর ভাই।
প্রতিবেদন : মো: মিরাজুল ইসলাম মিঠু
জেলা প্রতিনিধি, খুলনা
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব জানান, নগরীর পুরাতন রেলওয়ে রোড এলাকায় ২১নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মানিক হাওলাদারকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় অভিযুক্ত নারী তুলি বেগম ও তার ভাই সাজ্জাদ হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও সকাল থেকে নগরের ২১ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর ঘাট এলাকায় ওএমএসের আটা বিক্রি চলছিল। সেখানে মানুষের দীর্ঘ লাইন ছিল।
লাইনে দাঁড়ানোর তদারকি করছিলেন মানিক হাওলাদার। সকাল পৌনে ১১টার দিকে লাইন ভেঙে সামনে আসায় তুলি বেগমের সঙ্গে মানিকের বাগবিতণ্ডা হয়। খবর পেয়ে তুলির ভাই মেহেদী হাসান ও সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে আসেন। তখন তাদের সঙ্গেও মানিকের বাগবিতণ্ডা হয়।
এলাকা বাসী বলেন পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে ।
একপর্যায়ে তারা মানিককে ছুরিকাঘাত করেন। স্থানীয় লোকজন তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
কিন্তু ঢাকায় নেওয়ার আগেই বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মানিক।
গত কাল খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের সামনে দাড়িয়ে ২১নং ওয়ার্ড বিএনপি নেতা কর্মী ও নিহত মানিকের ছোটভাই দৈনিক সকাল কে বলেন যে যুবদল নেতা সাগর ভাই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। তার ই ফলশ্রুতিতে আজকের এই প্রতিবাদ সভা।