নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর বেলাবতে ধানক্ষেতে পাওয়া গেল এক ব্যক্তির মরদেহ । বুধবার (২২ জানুয়ারী) সকালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নে বিএম কলেজের পিছনে লোহাজুড়ি চকের একটি ক্ষেত থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম কাঞ্চন মিয়া(৬০)। তিনি মনোহরদী উপজেলার, খিদিরপুর ইউনিয়নের, ডোমান পাড়া গ্রামের, মৃত মোতালিব মিয়া ছেলে। কাঞ্চন মিয়া পেশায় একজন অটো অটো চালক ছিলেন বলে জানা যায়।
এলাকাবাসী জানায়, মাত্র গতকাল এই জমিতে ধানের চারা রোপন করা হয়। আজ সকালে সড়কের পাশ দিয়ে স্থানীয় কয়েকজন হেটে যাওয়ার সময় ক্ষেতটিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পায় তারা। পরে পুলিশে খবর দেয় এলাকাবাসী। এই ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে শত শত মানুষ জড়ো হয় ঘটনাস্থলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, সকালেই স্থানীয় এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিচয় মরদেহ উদ্ধার করে এবং নিহতের পরিচয় শনাক্ত করে। অন্যান্য আইনানুগ ব্যবস্থা চলমান আছে।