খুলনার রূপসা ব্রীজের নিচের সড়কে বালু ভর্তি ডাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী তারেক রেজওয়ান শেখ নামে এক যুবক নি-হ-ত।
প্রতিবেদন : মো: মিরাজুল ইসলাম মিঠু, জেলা প্রতিনিধি, খুলনা
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে রূপসা ব্রিজের নীচে আছিয়া সী ফুডের সামনে এ ঘটনাটি ঘটে।
মৃত রেজওয়ান নগরীর টুটপাড়া এলাকার আজাদ শেখের ছেলে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান খুলনা গেজেটকে নিশ্চিত করে বলেন, রূপসা ব্রীজের নীচ থেকে রেজওয়ান মোটরসাইকেলযোগে পুটিমারীর দিকে যাচ্ছিল।
আছিয়া সী ফুডসের সামনে বালু ভর্তি ড্রাম ট্রাকের সাথে ধাক্কা খায় ওই মোটরসাইকেল।
ধাক্কা খাওয়ার পর মোটরসাইকেল ড্রাম ট্রাকের নিচে চলে যায় এবং আরোহী তারেক রেজওয়ানের মৃত্যু হয়।
স্থানীয়রা আটকের চেষ্টা করলে ড্রাইভার ট্রাক নিয়ে পালিয়ে যয়ে। পুলিশ খবর পেয়ে ঘটনস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।