ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর ছয়ঘরিয়া এলাকায় থেকে মো. হানিফের (৩৫) নামের এক ব্যক্তির দুই হাত কা’টা ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লা’শটি উদ্ধার করে।
নি’হ’ত ব্যক্তি শুভপুর ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে। নি’হ’তের মা বালি বিয়া (৭০) অভিযোগ আমাদের একই গ্রামের আহমদ উল্লাহর পুত্র চোরাকারবারি করিম (জুনা) ঘটনারদিন সন্ধ্যায় ঘর থেকে ডেকে তার বাড়ীর দক্ষিণ পাশে নিয়ে দুই হাত কে’টে হ’ত্যা করেছে।
রাত ৭ টার দিকে হানিফের দুই বন্ধু ফারুক ও রিয়াজ আমাদেরকে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে আমার ছেলে দুই হাত কা’টা অবস্থায় লা’শ দেখতে পাই।
ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বাদ আছর জানাযা শেষে হানিফের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এব্যাপারে পরিবারের পক্ষ থেকে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করা হয়েছে ।