কে, এইচ, এম, নূরুল আলম কামাল, নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার সদরে মোটরসাইকেল ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার পঞ্চননপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে। জাকির হোসেন (৪০) নামের এক মোটরসাকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন। মোটরসাইকেল চালক শাহ পরান (২৫) ময়মনসিংহ নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুজনই নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামের বাসিন্দা।
জাকির হোসেন জালাল উদ্দিনের ছেলে আর শাহ পরান রতন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জাকির হোসেন জীবিকা নির্বাহ করার জন্য তার পরিবার কে নিয়ে ঢাকায় থাকতেন। আজ মঙ্গলবার তিনি ব্যক্তিগত কাজে বাড়িতে আসেন। সন্ধ্যার দিকে শাহপরান কে নিয়ে মঙ্গলবার সন্ধ্যার দিকে জাকির হোসেন নেত্রকোনা শহরের দিকে আসছিলেন।
সদর উপজেলার পঞ্চাননপুর বাজারে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সাথে তাদের মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের দুজন পাকা সড়কে পড়ে গেলে পিছন দিক থেকে একটি মাটি বুঝাই লড়ি এসে চাপা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন। শাহপরান নামে অপর আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক থাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে তাকে ময়মনসিংহ নেওয়া হলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নেত্রকোনা সদর মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, লরিটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?