নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত স্কুল শিক্ষকের নাম আব্দুল হামিদ খান (৫০)।মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯ টার দিকে নরসিংদী
নিহত আব্দুল হামিদ খান সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছঘরিয়াপাড়া এলাকার আব্দুর রশিদ খানের ছেলে। তিনি নরসিংদী শহরে বসবাস করে টিউশনি করতেন জানা যায়।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হামিদ খান টিউশনি করার জন্য প্রতিদিন বাদুয়ারচর এলাকায় যাতায়াত করতেন। সকালে তিনি অসাবধানতাবশত রেললাইনে হেটে ওই এলাকায় যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের নীচে কাটাপরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো: জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।