সজিব রেজা,দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪ টায় উপজেলার রাণীগঞ্জ বাজারের মৃত মজিবর রহমানের (সাবেক চেয়ারম্যান) চাতালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব আল মোবারছেরুল মনোয়ারুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক পল্লব মন্ডলের নেতৃত্বে পৃথক মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন।
উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ-সম্পাদক আবু সাইদ মিয়া ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি শাহ্ মো.শামীম হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম তার জন্ম না হলে বাংলাদেশ নামক ভুখন্ডের জন্ম হতো না। তাকে আল্লাহ বেহেস্ত নসিব করুক তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম তিনি শুধু বিএনপি বা একটি মাত্র দলের নেতা নয়, তিনি সকলের নেতা। অপরদিকে তিনি আরো বলেন, রাষ্ট্র মেরামতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ৩১ দফা দিয়েছে তা বাস্তবায়ন করতে হবে। তাহলে বাংলাদেশের মানুষের মুক্তি হবে। নতুন বাংলাদেশ গড়তে ৩১ দফার কোন বিকল্প নেই।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক-সম্পাদক মাহফুজার রহমান লাভলু, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক উজ্জ্বল, কৃষকদলের আহবায়ক মেজবাউল আলম জুয়েল, উপজেলা কৃষকদলের সদস্য-সচিব নেওয়াজ শরিফ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়ের হোসেন সাদ্দাম, উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব আল মোবারছেরুল মনোয়ারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক পল্লব মন্ডল, নাসির উদ্দিন স্বপন এবং সভায় জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ বছরের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনিও মনে করেন?